সূচক উত্থানে ডিএসইর মূলধন বাড়ল ৪৪১২ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ রোববারের (২০ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ দশমিক ৫৫ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে চার হাজার ৪১২ কোটি টাকা। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৫ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইতে আজ রোববার লেনদেন শুরুর প্রথম ৩৩ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ৬১ দশমিক ৫৫ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৪ দশমিক শূন্য তিন পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ৪২ দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৮ দশমিক ৭৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৭ দশমিক ১৫ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। রোববার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯১ হাজার ৯১০ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি ২৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮০টির এবং কমেছে ১৪৬টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের ২২ কোটি ৯৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৪৯ লাখ টাকা, রেনেটার ২০ কোটি ২৪ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ।