বেনাপোল দিয়ে পেঁয়াজ আসছে না
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/25/photo-1440519948.jpg)
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়নি। ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য ২৫০ মার্কিন ডলার বাড়িয়ে দিয়েছে। আমদানিকারকরা জানিয়েছেন, এ কারণেই আমদানি কমে গেছে আর বাড়ছে পেঁয়াজের দাম।
গত ২৬ জুন ভারতের ন্যাশনাল অ্যাগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড) প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৭৫০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। আমদানিকারকরা জানিয়েছেন, এতে বর্তমানে প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য বাংলাদেশি টাকায় ৫৪ হাজার ৮৮০ টাকা পড়ছে।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত বেনাপোল দিয়ে ১৪ হাজার ৮৭৬ দশমিক ৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এ ব্যাপারে বেনাপেল বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক আবদুল জলিল জানিয়েছেন, গত এক মাসে পেঁয়াজের আমদানি অনেকাংশে কমে গেছে।
এ ব্যাপারে আমদানিকারক মিজানুর রহমান বলেন, ‘আগে রপ্তানিমূল্য ছিল ৪৫০ ডলার, এখন হয়েছে ৭৫০ ডলার। এজন্য পেঁয়াজ আমদানি কমে গেছে। শুনেছি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যা হয়েছে এ কারণে রপ্তানিমূল্য বাড়ানো হয়েছে।
একই কথা জানিয়েছেন আমদানিকারক মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ভারতে পেঁয়াজের উৎপাদন কমেছে, রপ্তানিমূল্যও বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এ চড়ামূল্যে আমরা কেউই পেঁয়াজ আনতে পারছি না। যার সংকট দেখা দিয়েছে বাজারে।’
পেঁয়াজ আমদানির বিষয়ে বিকল্প চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ আমদানি করে বাজার স্থিতিশীল করা যেতে পারে বলে জানিয়েছেন আমদানিকারকরা।