বিচ হ্যাচারির লভ্যাংশ নির্ধারণী সভা ২১ সেপ্টেম্বর

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা ২১ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের সুপারিশ করতে পারে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গতকাল মঙ্গলবার এ শেয়ারের দাম ছিল ২০ টাকা ৭০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ১৯ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ২৩ টাকা ২০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৬ দশমিক শূন্য ১।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।