পঞ্চম পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন করল সিএসই

পঞ্চম পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। চট্টগ্রামে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আজ শনিবার মেলার লোগো উন্মোচন করেন সিএসইর পরিচালক ও মেলা অরগানাইজিং টিমের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ। মেলার লোগোর পাশাপাশি সিএসইর ২০ বছর পূর্তির লোগোও উন্মোচন করা হয় অনুষ্ঠানে। সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে সিএসইর পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, মো. শামসুল ইসলাম, ট্রেকহোল্ডার মো. শওকত আলী তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৮ ও ৯ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুঁজিবাজার মেলা।
স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি- যেমন ব্যাংক, এনবিএফআই, বীমা কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড, অন্যান্য সেবা ও উৎপাদনভিত্তিক কোম্পানি এ মেলায় অংশ নিতে এরই মধ্যে স্টল বুকিং করেছে।