টানা ৯ দিন পতনের পর ঊর্ধ্বমুখী সূচক

পুঁজিবাজারে টানা ৯ কর্মদিবস পতনের পর আজ রোববার (২৭ এপ্রিল) উত্থানে ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২৩ পয়েন্ট। এর আগে টানা ৯ কর্মদিবসে প্রধান সূচকের পতন হয়েছিল ২৩৩ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া ৫৯ দশমিক ১৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ রোববার বাজারে মূলধন বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় এক পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে প্রধান সূচক পতনে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৩১ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৫৬ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির চাপ কমতে থাকে। একইসঙ্গে শেয়ার কেনার চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২২ দশমিক ৮৭ পয়েন্ট। দিনশেষে সূচক বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৯৫ দশমিক ৪৬ পয়েন্টে।
অপরদিক গত ৪ এপ্রিল সূচক ডিএসইএক্স হয়েছিল পাঁচ হাজার ২০৫ পয়েন্টে। এরপর টানা ৯ কর্মদিবস এই সূচকের পতন ছিল। এতে সূচকটির পতন হয় ২৩৩ পয়েন্ট। টানা পতন থেকে আজ ঘুরে দাঁড়ালো সূচকটি। একইসঙ্গে উত্থানে ফিরেছে ডিএসইর আরও সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ দশমিক শূন্য দুই পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক সাত দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫২ দশমিক ৪৮ পয়েন্টে।
আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৩ হাজার ৮৪৫ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি ১৪ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে ৩৯৫ কোটি ৬১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৫টির বা ৫৯ দশমিক ১৯ শতাংশ ও কমেছে ৯৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৪৪ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ১০ কোটি ৮৮ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২১ লাখ টাকা, গ্রামীণফোনের আট কোটি ৭৩ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের আট কোটি সাত লাখ টাকা, মীর আকতারের সাত কোটি ৭১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের সাত কোটি ২৬ লাখ টাকা এবং ফাইন ফুডসের ছয় কোটি আট লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৮৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা পেপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।