সিএসইর পুঁজিবাজার মেলা কাল শুরু

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পঞ্চম পুঁজিবাজার মেলা আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে শুরু হবে। আজ বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার সম্পর্কিত তথ্য প্রচারের লক্ষ্যে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এবারের মেলায় মোট ৯৮টি স্টল অংশ নেবে।
স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি, যেমন—ব্যাংক, এনবিএফআই, বিমা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলো এ মেলায় অংশ নেবে। এ ছাড়া সেবা ও উৎপাদনভিত্তিক কোম্পানি, যেমন—বস্ত্রশিল্প, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, প্রকৌশল, চামড়াশিল্প, কাগজ ও মুদ্রণ, জ্বালানি এবং আইসিটি ও টেলিকমিউনিকেশন সেক্টরগুলোও মেলায় অংশ নেবে।
মেলার বিষয়ে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন বলেন, ‘বিনিয়োগকারীদের জন্য সচেতনতা একটি অতিগুরুত্বপূর্ণ বিষয়। বিনিয়োগকারীদের সচেতন করে তুলতে সিএসইর এ আয়োজন। মেলায় সাধারণ বিনিয়োগকারীদের প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। লক্ষ্য অর্জনে ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করা হবে।’
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
মেলায় বাংলাদেশে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), বাংলাদেশ স্টক মার্কেট—জাতীয় অর্থনীতিতে এর ভূমিকা, তালিকাভুক্ত কোম্পানিতে করপোরেট গভর্ন্যান্সের গুরুত্ব, বাংলাদেশে পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য নিয়ন্ত্রকদের ভূমিকা—এ রকম বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে সেমিনার অনুষ্ঠিত হবে।