শেয়ারবাজারে লেনদেন বন্ধ বৃহস্পতিবার

হিন্দুধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক ছুটির কারণে পরের দুই দিন শুক্র ও শনিবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। আগামী রোববার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে যথারীতি লেনদেন চলবে।