সামিট পাওয়ারের ইপিএস ১ টাকা ৫ পয়সা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পওয়ার লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা পাঁচ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে অনুসারে আগের বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই– সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয় ৬১ পয়সা।
চলতি হিসাব বছরের জানুয়ারি-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে দুই টাকা দুই পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল এক টাকা ৬৭ পয়সা। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে ইপিএস হয় এক টাকা ১২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা, শেয়ারপ্রতি এনএভি ২৬ টাকা ৪৩ পয়সা আর ইপিএস ৩ টাকা ২৬ পয়সা।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮২৬ কোটি ৪২ লাখ টাকা।
শেয়ারবাজারে এ কোম্পানির ৮২ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ৭৭৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৭ দশমিক ৯৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৪ দশমিক ৮৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ২ শতাংশ শেয়ার।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৪ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৩৭ টাকা ৪০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন এবং বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৮ দশমিক ৭১ টাকা।