বাংলাদেশে পিডব্লিউসির পার্টনার ইনচার্জ মামুন রশীদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/26/photo-1445859290.jpg)
আন্তর্জাতিক পেশাজীবী সেবা প্রতিষ্ঠান প্রাইজ ওয়াটারহাউস কুপারস প্রাইভেট লিমিটেড (পিডব্লিউসি) অর্থনীতি বিশ্লেষক ও বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদকে বাংলাদেশ শাখার পার্টনার ইনচার্জ হিসেবে নিয়োগ দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি রাজধানীর গুলশানে তাদের নিজ কার্যালয় স্থান করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিডব্লিউসি এ দেশে কর ও পরামর্শক সেবা দিয়ে আসছে। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব বাড়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এরই মধ্যে রাজধানীর গুলশান ১-এর ৮ সাউথ এভিনিউর লাইলা টাওয়ারে আট হাজার বর্গফুট অফিস স্পেস কিনেছে প্রতিষ্ঠানটি। আগামী তিন-চার মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে বলে আজ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পিডব্লিউসির বাংলাদেশ শাখা থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদের অর্থনীতি ও ব্যাংকিং খাতে কাজের ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই তিন দশকে তিনি এএনজেড গ্রিন্ডলেজ, সিটি ব্যাংক (ইউএসএ) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ শীর্ষস্থানীয় দেশি-বিদেশি আর্থিক প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কাজ করছে পিডব্লিউসি। তবে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব বাড়ায় বিষয়টি বিবেচনায় নিয়েই ঢাকায় কোম্পানির নিজস্ব শাখা স্থাপন করা হলো।
পিডব্লিউসি ভারত ও বাংলাদেশ কার্যালয়ের চেয়ারম্যান দীপক কাপুর এ দেশের কার্যালয় স্থাপন প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। আমরা চাই আমাদের অভিজ্ঞতা ও শীর্ষস্থানীয় বিশ্বমানের সেবা স্থানীয় চাহিদা পূরণে কাজ করবে, যা এ দেশে আমাদের উপস্থিতিকে আরো সুদৃঢ় করার পাশাপাশি এ অগ্রযাত্রায় নিজেদের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে।’
মামুন রশীদের নেতৃত্ব প্রসঙ্গে দীপক কাপুর বলেন, ‘তার নেতৃত্বে পিডব্লিউসি এ দেশে একটি উচ্চ দক্ষতাসম্পন্ন টিম তৈরি করতে সক্ষম হবে। এই টিম আমাদের গ্রাহকদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক সময়ে যথাযথ পরামর্শ ও সেবা নিশ্চিত করবে বলে আমরা অত্যন্ত আশাবাদী।’
পিডব্লিউসি বাংলাদেশ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গঠন করবে। আর কর্মীদের দক্ষতা উন্নয়নে অন্যান্য পেশাদার সংগঠনের সঙ্গেও যৌথভাবে কাজ করবে।
পিডব্লিউসির বাংলাদেশ শাখার পার্টনার ইনচার্জ মামুন রশীদ বলেন, ‘পিডব্লিউসি নেটওয়ার্কের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ দেশে শাখা স্থাপন বাংলাদেশের প্রতি পিডব্লিউসির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই স্বাক্ষর বহন করে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা নিশ্চিত করা।’