রেকিট বেনকিজারের ইপিএস কমেছে ২১ শতাংশ

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজারের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে ২১ শতাংশ। চলতি বছরের এই তিন মাসে এর ইপিএস হয়েছে ১০ টাকা ৭২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৩ টাকা ৫৭ পয়সা।
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ টাকা ৮১ পয়সা, যা আগের হিসাব বছরের এই নয় মাসে হয় ৩১ টাকা ৭৫ পয়সা। গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ৫৬ টাকা ৪২ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ৬৯৭ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৭৬১ টাকা ২০ পয়সা। গতকাল সোমবার লেনদেন শেষে এর দাম দাঁড়ায় এক হাজার ৬৯৭ টাকা ৩০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৭ টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৪৪ টাকা ৭৫ পয়সা।
১৯৮৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন চার কোটি ৭৩ লাখ টাকা। রিজার্ভ ১৬ কোটি ৪২ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির মোট ৪৭ লাখ ২৫ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৮২ দশমিক ৯৬ শতাংশ, সরকার ৩ দশমিক ৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৭ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ শেয়ার।