নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/29/photo-1446141462.jpg)
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৭ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন এ মাইলফলক অতিক্রম করে। দিন শেষে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রপ্তানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে করপোরেট ঋণ গ্রহণ এবং কাঙ্ক্ষিত হারে আমদানি ব্যয় না হওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।
এ বিষয়ে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বার্তা সংস্থা বাসসকে বলেন, গতকাল রিজার্ভ ২৭ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে বলেই রিজার্ভে রেকর্ড সৃষ্টি হয়েছে।
এ ছাড়া জ্বালানি তেল ও খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়াও রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আর এ রিজার্ভে দেশের সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে কাজী ছাইদুর রহমান জানান।
গত ১৭ অাগস্ট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।