২৩ জানুয়ারি বিএমবিএর নির্বাচন

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নির্বাচন ২০১৬ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কেন্দ্রের স্থান পরে জানানো হবে।
সম্প্রতি বিএমবিএর নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত একটি কমিশন গঠন করা হয়। ২ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে তিন সদস্যের কমিশন।
কমিশনে পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী নৃপেন্দ্র চন্দ্র পণ্ডিতকে চেয়ারম্যান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংসের এমডি মো. আহসান উল্লাহ ও রয়েল গ্রিন ক্যাপিটাল মার্কেটের প্রধান নির্বাহী মো. শাহ আলম।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩ ডিসেম্বর প্রকাশিত ভোটার তালিকা-সংক্রান্ত আপত্তি গ্রহণ এবং ৭ ডিসেম্বর শুনানি গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১৩ ডিসেম্বর কার্যনির্বাহী সদস্যপদের মনোনয়নপত্র বিতরণ করবে কমিশন।
আগামী ২১ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। ২২ ডিসেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। আর ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল-সংক্রান্ত আপত্তি গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
২৭ ডিসেম্বর এ-সংক্রান্ত শুনানি গ্রহণ, ২৮ ডিসেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৩০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ওই দিনই নির্বাচিত সদস্যরা ভোট দিয়ে নির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন। প্রতি দুই বছর পর এ নির্বাচন হয়। নির্বাচন-পরবর্তী দুই বছর এ কমিটি কাজ করবে।