ফার কেমিক্যালের ইপিএস এক টাকা ২১ পয়সা

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৬ পযসা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৬৬ পয়সা।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এ ছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১৩১ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৭৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৬৬ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৯০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৯১ পয়সা।
কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে ২০১৪ সালে। বর্তমানে এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৩৬ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভ রয়েছে ৫৬ কোটি ৩৩ লাখ টাকা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৫ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ৩৬ টাকা ২০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১০ দশমিক ৯২।