বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের ইভান স্পিগল

ইভান থমাস স্পিগল। বয়স ২৪। জন্ম ১৯৯০ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পণ্য নকশার ওপর পড়েছেন। সে সময় পাঠপ্রকল্প হিসেবে স্নাপচ্যাট নামে মোবাইলে ছবি আদান-প্রদানের অ্যাপ তৈরির কাজ করার প্রস্তাব দেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ না চুকিয়েই ২০১২ সালে নেমে পড়েন এ কাজে। সঙ্গে ছিলেন সহপাঠী বন্ধু ববি মারফি ও রিগি ব্রাউন। এখন স্নাপচ্যাটের প্রধান নির্বাহী হয়েছেন স্পিগল। তার নিট সম্পদের পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের। প্রতিষ্ঠানটির অন্য সহপ্রতিষ্ঠাতা ২৫ বছর বয়সী ববি মারফিরও একই পরিমাণ সম্পদ রয়েছে। এ মূল্যায়ন যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের।
২০১৫ সালে বিশ্বের শীর্ষ ধনকুবের হিসেবে এক হাজার ৮২৬ জন সম্পদশালীর তালিকা করেছে ফোর্বস। এঁদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছর ছিল ৬ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।
ফোর্বসের বিবেচনায় এবারও বিশ্বের সবচেয়ে ধনবান হিসেবে বিল ও মেন্ডেলা গেটসের প্রতিষ্ঠাতা বিল গেটস উঠে এসেছেন। তাঁর নিট সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের চেয়ে সম্পদ বেড়েছে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। গত ২১ বছরের মধ্যে ১৬ বছর তিনি বিশ্বের সেরা ধনী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এবার কার্লোস স্লিম দ্বিতীয়, ওরেন্ট বাফেট তৃতীয় ও আমানসিও ওর্তেগা চতুর্থ হয়েছেন।
এবার শীর্ষ ধনকুবেরের তালিকায় উঠে এসেছেন ২৯০ জন নতুন মুখ। এর মধ্যে ৭১ জন চীনের ব্যবসায়ী। নতুন ধনকুবের হিসেবে যুক্তরাষ্ট্র থেকে উঠে এসেছেন ৫৭ জন, ভরতের ২৮ জন ও জার্মানির ২৩ জন। আর শীর্ষ ধনীর তালিকায় যোগ হয়েছেন ৪৬ জন তরুণ, যাঁদের বয়স ৪০ বছরের নিচে। এবারও তরুণ সম্পদশালীদের মধ্যে এগিয়ে রয়েছেন ফেসবুকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার।
মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে নিট সম্পদ পাওয়া যায়। ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদ ছাড়াও নগদ ও ব্যাংকে জমানো অর্থ, বিভিন্ন কোম্পানিতে শেয়ারসহ সব ধরনের সম্পদের সমষ্টিই হচ্ছে মোট সম্পদ। এ থেকে ঋণ ও অন্যান্য দায় বাদ দিলে ব্যক্তির নিট সম্পদ পাওয়া যায়।
এবার ফোর্বসের তালিকায় স্থান পাওয়া এক হাজার ১৯১ জন ধনী নিজের চেষ্টায় সম্পদ বানিয়েছেন। তালিকায় স্থান পাওয়া ২৩০ জন পারিবারিকভাবেই সম্পদশালী।
২০১৪ সালের তালিকা থেকে এবার ১৩৮ জন সম্পদশালী বাদ পড়েছেন। বর্তমানে বিশ্বের ধনীদের গড়ে নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৬০ মিলিয়ন মার্কিন ডলার কম।