১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল

আগামী ১৫ বছরের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এর মাধ্যমে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে মনে করছে সংস্থাটি।
আজ রোববার সকালে চট্টগ্রামের একটি হোটেলে বেজা আয়োজিত ‘ইনভেস্টমেন্ট প্রমোশন রোড শো : ইকোনমিক জোন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা জানানো হয়।
সেমিনারে আগামী ১৫ বছরে বেজার পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। এই সময়ের মধ্যে ৩০ হাজার হেক্টরের বেশি জমি ব্যবহার করে এই ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে বেজা। এর মাধ্যমে প্রতিবছর অতিরিক্ত প্রায় চার হাজার কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করা যাবে।
সেমিনারের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় বক্তব্য দেন সংসদবিষয়ক সচিব মো. শহিদুল হক, বেজার নির্বাহী সদস্য পবন চৌধুরী, মো. আবদুস সামাদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমসহ অন্যরা।
সেমিনারে বক্তারা বলেন, চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারায় অর্থনৈতিক জোন হলে যে শুধু চট্টগ্রামের উন্নয়ন হবে তা নয় এর মাধ্যমে সারা দেশের উন্নয়ন ও দেশের অর্থনীতির ধারা অগ্রসর হবে বলে মনে করেন তাঁরা।