পাঁচ মাসে রপ্তানি আয় বেড়েছে ৬.৭ শতাংশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/07/photo-1449478578.jpg)
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও চলতি অর্থবছরে দেশের রপ্তানি আয় প্রবৃদ্ধির ধারায় রয়েছে। মূলত তৈরি পোশাকের বিক্রি বাড়ায় রপ্তানি আয় বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গতকাল রোববার পাওয়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৮৮ কোটি ডলার।
গত বছরের নভেম্বরের চেয়ে চলতি বছর একই মাসে রপ্তানি আয় ১৩ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ কোটি ডলার বা ২২ হাজার কোটি টাকা।
তৈরি পোশাক, নিটওয়্যার ইত্যাদি বিক্রি থেকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এক হাজার ৪৬ কোটি লাখ ডলার এসেছে। আগের বছরের একই সময়ে এ খাত থেকে পণ্য রপ্তানি হয় ৯৬৯ কোটি ডলার।
পোশাক খাতের পণ্য রপ্তানি থেকে আয় বাড়লেও চামড়া ও চামড়াজাত পণ্য, চিংড়ি, প্লাস্টিকজাত পণ্য থেকে আয় কমেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।