ডিএসইতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু

গ্রাহকের সঙ্গে লেনদেন সহজ করতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এখন থেকে ডিএসইর বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচির ফি খুব সহজেই পরিশোধ করা যাবে। বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সূর্যমুখী লিমিটেড ডিএসইকে পেমেন্ট গেটওয়ে সেবা দেবে বলে জানা গেছে।
গতকাল সোমবার বিকেলে ডিএসইর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট প্রক্রিয়ার উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আমজাদ হোসেন।
আমজাদ হোসেন বলেন, ডিএসই অনলাইনে ফি পরিশোধের সুযোগ সৃষ্টির মাধ্যমে আরো একধাপ এগিয়ে গেল। এতে বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টরা ঘরে বসে তাদের ফি পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংকগুলোকে রিয়াল টাইম গ্রোস সেটেলমেন্ট সিস্টেম (আরটিজিএস) সফটওয়্যার পদ্ধতির আওতায় এনেছে। ফলে আন্তব্যাংকিং লেনদেন আরো বাস্তবমুখী হয়েছে।
আমজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো বিএসইসিও তাদের কার্যক্রমকে ডিজিটালাইজড করা শুরু করেছে। বিএসইসি এরই মধ্যে পাবলিক ইস্যু রুলস অনুমোদন করেছে, যা গেজেট প্রকাশিত হয়েছে। এ ছাড়া ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি ও ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে কাজ করছে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেন, ডিএসইকে ডিজিটালাইজের অংশ হিসেবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। বিনিয়োগকারীরা ডিএসইর বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন ও ফি দিতে গেলে সমস্যার সম্মুখীন হন। এর সমাধানের জন্যই এ ব্যবস্থা চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে সব ধরনের পেমেন্টই এর মাধ্যমে করা যাবে।
অনুষ্ঠানের সভাপতি ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের অভূতপূর্ব উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ডিএসইর সেবা সহজে পৌঁছে দিতে অনলাইন পেমেন্ট চালু করা হলো। পর্যায়ক্রমে ডিএসইর ট্রেড ডাটা ও বিভিন্ন তথ্যের জন্য প্রদেয় অর্থ ভিসা কার্ড ও মাস্টার কার্ড, কিউ-ক্যাশ, ডিবিবিএল নেক্সাস ডেবিট কার্ড, ডিবিবিএল ভিসা কার্ড, ডিবিবিএল নেক্সাস প্রো মাস্টার কার্ড ও বিকাশের মাধ্যমে দেওয়া যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্য ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।