ওপেকের উৎপাদন কমানোর সিদ্ধান্তে বাড়ল তেলের দাম
তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে শুক্রবার বিশ্ব বাজারে তেলের দাম প্রায় ১২ শতাংশ বাড়ে।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, ওপেক সদস্য দেশগুলো তেলের সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী জানিয়েছেন।
তেলের উৎপাদন ও সরবরাহ কমানোর ব্যাপারে ভেনেজুয়েলার তেলমন্ত্রী ইলোজিও ডেল পিনো বলেন, তেল উৎপাদনকারী দেশগুলো একটি ভালো সিদ্ধান্তে উপনীত হয়েছে।
ওপেকের সিদ্ধান্তের পর শুক্রবার তেলের দাম আকস্মিক বাড়লেও বৃহস্পতিবার পণ্যটির দাম কম ছিল।
বৈশ্বিক সফরের অংশ হিসেবে সম্প্রতি রাশিয়া ও সৌদি আরব ভ্রমণ করেছেন ইলোজিও ডেল পিনো। তিনি বলেন, ‘তেলের উৎপাদন কমানোর বিষয়ে আমরা খুবই ভালো সিদ্ধান্ত নিতে পেরেছি।’
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের বাজারে ব্রেন্ট তেলের দাম কমে ২৬ ডলার ৫ সেন্ট পর্যন্ত নামে। এটি গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন।
তবে শুক্রবার তেলের দাম ৩ ডলার ৩০ সেন্ট বেড়ে দাঁড়ায় ৩৩ ডলার ৩৬ সেন্ট। এটি ২০০৯ সালের পর পণ্যটির দামে এক দিনে সবোচ্চ উত্থান।
তেলের উৎপাদন কামাতে ওপেকভুক্ত ও সংগঠনটির বাইরের দেশগুলোর মধ্যে সমঝোতা আনতে রাশিয়া ও ভেনিজুয়েলা গত সপ্তাহ থেকে চেষ্টা করছিল।
বিশ্লেষকদের মতে, তেলের উৎপাদন কমালে এবং চাহিদা বাড়লে শিগগিরই তেলশিল্প ঘুরে দাঁড়াবে।