সাটুরিয়ায় ঈদ বাজারে ক্রেতাদের ভিড়, চড়া দামে নাভিশ্বাস

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। তাই সকাল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়া বাজারের বিপণিবিতান, শপিংমল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে, পোশাকের চড়া দামে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সাটুরিয়া বাজারের বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা যায়, সব বয়সের মানুষই ঈদের কেনাকাটায় ব্যস্ত। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বাহারি ডিজাইনের নতুন পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।
ক্রেতা আরিফা বেগম বলেন, ‘পরিবারের সকলের জন্য জামাকাপড় কিনতেই সব টাকা শেষ। অন্যান্য প্রয়োজনীয় জিনিস পরে কিনতে হবে।’
আরেক ক্রেতা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর বাজারে সবকিছুর দাম বেশি, তাই শুধুমাত্র বাচ্চাদের জন্য জামা কিনেছি, নিজের ও স্ত্রীর জন্য পরে কিনবো।’
ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এ বছর পোশাকের দাম অনেক বেশি। কম বাজেটের অনেকেই ফুটপাতের দোকান থেকে কেনাকাটা সারছেন।
পোশাকের পাশাপাশি জুতা, গহনা ও প্রসাধনীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। নারীরা পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও কসমেটিকস কিনছেন।
ব্যবসায়ীরা জানান, এবার বিভিন্ন নতুন ডিজাইনের পোশাক এসেছে, যা বেশ সাড়া ফেলেছে। মেয়েদের পোশাকের মধ্যে থ্রি-পিস, নায়রা, অরগাঞ্জা, লেহেঙ্গা, স্কার্ট ও ফ্লোর টাচ ড্রেস এবং ছেলেদের জিন্স, টি-শার্ট, ফতুয়া ও সুতি পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। এছাড়া শাড়ির বাজারে কাতান, সিল্ক, তাঁত ও জামদানি শাড়ির চাহিদাও বেশ ভালো।
সাটুরিয়া বাজারের মা বিপণিবিতানের মালিক সোহান চৌধুরী বলেন, ‘এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দাম অনেকটা বেশি। তবে ক্রেতাদের সন্তুষ্ট রাখতে আমরা চেষ্টা করছি।’
এদিকে ঈদবাজার সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বাজার ও শপিংমলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুলিশের টহল টিম কাজ করছে।