পাঁচ কোম্পানির পরিচালকদের জরিমানা করল বিএসইসি

যথাসময় আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় পাঁচটি কোম্পানির পরিচালকদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়েছে।
কাশেম টেক্সটাইল মিলস লিমিটেড কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ১২ লঙ্ঘন করেছে। এ ছাড়া কোম্পানিটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন দাখিলে বর্থ হয়েছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে। এতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
কাশেম সিল্ক মিলস লিমিটেড কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হয়েছে। এ ছাড়া ২০১৪ সালের ৩০ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের প্রথম প্রান্তিক ও ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। এতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) এক লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
একই কারণে এক্সেলজল সুজ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড ও হিল প্ল্যান্টেশন লিমিটেডের পরিচালকদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।