৯ মার্চ থেকে মোবাইলে শেয়ার লেনদেন শুরু

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৯ মার্চ বুধবার থেকে ‘ডিএসই-মোবাইল’ অ্যাপস চালু করতে যাচ্ছে। এ অ্যাপস চালু হলে বিনিয়োগকারীরা যেকোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমে শেয়ার লেনদেন করতে পারবেন।
আজ রোববার ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা।
সংবাদ সম্মেলনে স্বপন কুমার বালা জানান, ৯ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ডিএসই-মোবাইল’ অ্যাপসটির উদ্বোধন করবেন। ফেব্রুয়ারি মাসেই মোবাইল অ্যাপসটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। সে কারণে আগামী ৯ মার্চ এর উদ্বোধন করা হচ্ছে।
ডিএসইর মোবাইল অ্যাপস চালু হলে বিনিয়োগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে শেয়ারবাজারে লেনদেন করতে পারবেন উল্লেখ করে স্বপন কুমার বালা বলেন, দীর্ঘদিন ধরে ব্রোকারেজ হাউসের নতুন শাখা খোলার প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ কারণে দেশের সব অঞ্চল থেকে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেন করতে পারছিলেন না। ‘ডিএসই-মোবাইল’ অ্যাপস চালুর মাধ্যমে এ সমস্যার সমাধান হবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে বিনিয়োগকারীরা বিদেশে থেকেও লেনদেন করতে পারবেন। তবে লেনদেন চালুর সময়েই শুধু অ্যাপসটির মাধ্যমে লেনদেন করা যাবে বলে জানান তিনি।
মোবাইলে ট্রেড করতে চাইলে সিকিউরিটিজ হাউসগুলোর মাধ্যমে করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন মোবাইল ট্রেডার তাঁর লেনদেনের অর্ডার সম্পন্ন হয়েছে কি না তা জানতে পারবেন। তবে লেনদেন করতে চাইলে প্রতিবার অর্ডার দেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীকে পাসওয়ার্ড দিতে হবে বলে জানান স্বপন কুমার বালা।
ডিএসইর উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন বলেন, বিনিয়োগকারীরা এই অ্যাপসের মাধ্যমে নিজেই ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিতে পারবেন। তবে অ্যাপসটি চালু করতে হলে ডিলার ও ব্রোকারেজ হাউসের প্রধান অফিস বা শাখা অফিসের রেজিস্ট্রেশন লাগবে।
নিজাম উদ্দিন আরো বলেন, বিনিয়োগকারী যদি নিয়মের মধ্যে থেকে ক্রয়-বিক্রয়ের নির্দেশ দেন তাহলে তা অটো সম্পন্ন হবে এবং লেনদেন নিষ্পন্ন হওয়ার বিষয়ে নোটিফিকেশনও পাবেন। তবে কোনো বিনিয়োগকারী যদি নিয়মবহির্ভূতভাবে কোনো শেয়ার ক্রয় বা বিক্রয়ের অর্ডার দেন, তাহলে ব্রোকারেজ হাউস তা বাদ দিতে পারবে।
এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন জানান, বিনিয়োগকারীরা আগামী কয়েক মাস কোনো চার্জ ছাড়াই এই অ্যাপস ব্যবহার করতে পারবেন। আগামীতে ডিএসই ফি ধার্য করতে পারে। সে ক্ষেত্রে ডিএসই ব্রোকারদের কাছ থেকে ফি নেবে। আর ব্রোকার বিনিয়োগকারীদের কাছ থেকে ফি আদায় করবে। মোবাইলে ‘রবি’ গ্রাহকরা ট্রেড চলার সময়ে ফ্রি ডাটা সার্ভিস পাবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী, প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) এ কে এম জিয়াউল হাসান খান প্রমুখ।