শিগগিরই শক্তিশালী হবে পুঁজিবাজার : অর্থমন্ত্রী

দেশের শেয়ারবাজার যতটা স্থিতিশীলতায় ফেরার কথা ছিল, তেমনটা হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, গৃহীত পদক্ষেপে শিগগিরই বাজার আরো শক্তিশালী হবে।
আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিএসইর অ্যাপ ‘ডিএসই মোবাইল’ উদ্বোধনকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালের পর পুঁজিবাজার সংস্কারে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপে যে সুফল আসার কথা ছিল, তা এখনো দেখা যায়নি। তবে শিগগিরই তার সুফল পাওয়া যাবে।
দেশে বর্তমানে বিনিয়োগের উৎকৃষ্ট পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের আইনকানুন বিনিয়োগকারী ও বাজারের জন্য খুবই উত্তম। কিন্তু একটি বাজারে যতটা স্থিতিশীলতা দরকার, তা ডিএসই এখনো অর্জন করতে পারেনি। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত ও নতুন পদ্ধতির প্রয়োগ বাড়লে তার ঘাটতি অনেকাংশে কমে আসবে। এতে পুঁজিবাজার আরো শক্তিশালী হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. খায়রুল হোসেন বলেন, ডিএসই অ্যাপ উদ্বোধনের মাধ্যমে ডিজিটালাইজেশনে একধাপ এগিয়েছে। এর মাধ্যমে একজন বিনিয়োগকারী যেকোনো স্থানে বসে শেয়ার লেনদেন করতে পারবে। এটা পুঁজিবাজারের জন্য মাইলফলক।
ড. খায়রুল হোসেন বলেন, গত কয়েক বছরে বাজারকে স্থিতিশীলতায় আনতে বিএসইসি অনেক পদক্ষেপ নিয়েছে। বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা, আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু মাঝেমধ্যে গুজব ও অনাকাঙ্ক্ষিত বক্তব্য বাজারকে সংকটে ফেলছে। ভুল বিশ্লেষণ ও তার ওপর ভিত্তি করে মন্তব্য বিনিয়োগকারীদের আস্থার সংকটে ফেলছে।
গত কয়েক বছরে যেসব আইপিও পুঁজিবাজারে এসেছে, তার একটিও আইনবহির্ভূতভাবে দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, আইনের যথাযথ অনুসরণ করেই কোম্পানিগুলোর আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বাজারের স্থিতিশীলতায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার প্রভাব কাজ করতে সময় লাগবে। রেগুলেটরদের সমন্বয়ের অভাব দূর হলেই বাজারে একটি দীর্ঘমেয়াদি সুফল আসবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, সিএসইর চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মজিদ, ফ্লেক্সট্রেড অনলাইন বিভাগের প্রধান নির্বাহী জিন মাইকেল ব্লানকো, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা প্রমুখ।