রপ্তানি বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে : বাণিজ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/20/photo-1463740695.jpg)
রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে দেশে রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ৩৩ দশমিক ৫ বিলিয়ন থেকে ৩৪ বিলিয়ন (তিন হাজার ৪০০ কোটি) ডলার ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ১৯তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এর আগে বাণিজ্যমন্ত্রী বেলুন ও কবুতর উড়িয়ে কনভেনশনের উদ্বোধন করেন।
জেলা গভর্নর মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি প্রাক্তন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন শেখ কবির হোসেন, মাল্টিপল কাউন্সিলর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ আউয়াল, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী ও প্রথম ভাইস চেয়ারম্যান শাহ আলম বাবুল বক্তব্য রাখেন।
বাজেটের লক্ষ্যমাত্রা তিন লাখ ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আমরা চাল রপ্তানি করতে দেশ খুঁজছি।’ তিনি বলেন, ‘প্রতিদিন পাঁচ হাজার থেকে ১০ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়ে থাকি। এবার সাধারণ চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই চাল রপ্তানির জন্য দেশ খুঁজছে সরকার।’
বাণিজ্যমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষির অবদান ১৫ শতাংশ, শিল্পের অবদান ৩০ শতাংশ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স আসে ১৫ থেকে ১৬ বিলিয়ন ডলার। সার্ভিস সেন্টার থেকে আয় ৫৫ শতাংশ। আগামী ২১ সালের মধ্যে তৈরি পোশাকশিল্পের পণ্য রপ্তানি করতে পারব ৫০ বিলিয়ন ডলার। বর্তমানে দেশের রিজার্ভ ২৯ দশমিক ২ বিলিয়ন ডলার বলে জানান মন্ত্রী।
তোফায়েল বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) নয়টি শর্ত পূরণ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) প্রবেশ করেছে। গত তিন বছরে দেশের রাজনৈতিক অস্থিতিশীতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছর রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান থাকায় রপ্তানি-বাণিজ্যের নির্ধারিত টার্গেট লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানান মন্ত্রী।