ফোন নম্বর সুরক্ষায় এমএনপি লাইসেন্স দেবে সরকার

গ্রাহকের ফোন নম্বর সুরক্ষার জন্য মোবাইল নম্বর পোর্ট্যাবিলিটি (এমএনপি) লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল মুহিত এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘গ্রাহক সেবার মানোন্নয়ন এবং গ্রাহকের ফোন নম্বর সুরক্ষার লক্ষে Mobile Number Portability (MNP) লাইসেন্স প্রদানের পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। এ বিষয়ক একটি গাইডলাইন সম্প্রতি অনুমোদিত হয়েছে।’
এ ছাড়া মন্ত্রী আরো বলেন, ‘সাইবার স্পেস ও ইন্টারনেট ভিত্তিক সাইবার অপরাধ পর্যবেক্ষণ ও প্রতিরোধসহ সব ধরনের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারনেট সেফটি সল্যুশন নামক একটি মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। যেভাবে আমরা সাইবার ক্রাইমের শিকার হয়েছি, তাতে এ বিষয়ে আমাদের সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।’
গত বছর ৭ অক্টোবর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন, বিভিন্ন সংযোগ ব্যবহারকারীরা মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে ইচ্ছামতো অপারেটর পরিবর্তনের সুবিধা আনছে সরকার। এ জন্য মাত্র ৩০ টাকা ফি দিয়ে কমপক্ষে ৪০ দিনের জন্য মোবাইল নম্বর পোর্ট্যাবিলিটি সুবিধা নিয়ে অপারেটর পরিবর্তন সম্ভব হবে। প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, এমএনপি সুবিধা চালু করার এ প্রস্তাব টেলিযোগাযোগ বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আজ তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় এক লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা এবং অনুন্নয়ন ব্যয় এক লাখ ৮৮ হাজার ৯৬৬ কোটি টাকা ধরা হয়েছে।