‘চালের উৎপাদন বাড়াতেই শুল্ক বাড়ানো হয়েছে’
আমদানিকে নিরুৎসাহিত করে দেশে চালের উৎপাদন বাড়াতেই আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও ফল প্রদর্শনী ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এ কথা বলেন।
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ প্রতিপাদ্য নিয়ে তিনদিনের এ প্রদর্শনী ও জাতীয় সেমিনারের আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের অপ্রচলিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একসময় যেসব পণ্য আমদানি হতো এখন তার উৎপাদন বাড়িয়ে নিজস্ব চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে। বিশেষ করে কাঁচামাল, ফল ও পচনশীল পণ্য রপ্তানির ক্ষেত্রে বন্দরগুলোকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘চলতি বছর থেকে কৃষির উৎপাদন বাড়াতে কৃষককে সরাসরি নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে আগে চাল আমদানি করা হতো। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এখন তা রপ্তানি করা হচ্ছে। চাল রপ্তানির জন্য আফ্রিকান দেশসহ অনেক দেশের নতুন বাজার খোঁজা হচ্ছে। দেশে চালের উৎপাদন বাড়াতে ও আমদানি নিরুৎসাহিত করতে আগামী বাজেটে চাল আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘গবেষণায় উন্নতজাতের উদ্ভাবনের ফলে আবাদযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ার পরও ফসল এবং ফলের উৎপাদন বেড়েছে।’ এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘সম্প্রতি এক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া টার্গেট কিলিংয়ের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে খালেদা জিয়া জঙ্গিদের পক্ষ নিচ্ছেন। এর মাধ্যমে তিনি প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পর এখন আমরা ফলে উদ্ধৃত্ত হতে চলেছি। এখন ফল প্রক্রিয়াকরণের দিকে নজর দিতে হবে। বেশকিছু ফল দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।’
মতিয়া চৌধুরী আরো বলেন, ‘১২ মাসের মধ্যে চার মাসেই দেশের ৫৪ শতাংশ ফল উৎপাদন হয়। বাকি আট মাসে ৪৬ শতাংশ ফল আসে। এতে মৌসুমি ফলের রক্ষণাবেক্ষণ ও তা প্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দেওয়ার সময় এসেছে।’ কলাকে প্রক্রিয়াজাত করে কলার সিরাপ বাজারজাত ও রপ্তানির সম্ভাবনা আছে বলেও মত দেন তিনি।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ ও কৃষিসচিব মো. মইনউদ্দীন আবদুল্লাহ বক্তব্য রাখেন।