চিনি আর ছোলা ছাড়া কিছুর দাম বাড়েনি : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি। তবে চিনি আর ছোলার দাম কিছুটা বেড়েছে। বাকি সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে।
আজ শুক্রবার ভোলা শিল্প ও বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
সব সময় ভোলা আর সেখানকার মানুষকে নিয়ে চিন্তার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। যা কারো চিন্তার বাইরে। এটা আমি জানি। আগামীতে নদীর ওপর সেতু নির্মাণের মাধ্যমে ভোলার সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা করা হবে।
তোফায়েল আহমেদ আরো বলেন, প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ভোলাকে রক্ষা করা হবে। ছোট ছোট শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে ভোলাকে দেশের মধ্যে অন্যতম আধুনিক জেলায় রূপান্তর করা হবে।
ভোলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো জেলা ও দায়রা জজ, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী ভোলার বিভিন্ন স্থানের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। সকালে নিজ বাসভবন চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।