ঈদে পাঁচ দিন ছুটি হিলি বন্দরে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/05/photo-1467687604.jpg)
পুরোনো ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
এর ফলে এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে ৯ জুলাই পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।
আগামী ১০ জুলাই থেকে এই বন্দরের মাধ্যমে আবার শুরু হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, ঈদুল ফিতরের ৯ দিন সরকারি ছুটি থাকলেও ব্যবসায়ীরা সরকারের রাজস্ব আহরণের স্বার্থে ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে এই পাঁচ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি করা হবে না।