অবকাঠামো উন্নয়নে আরো চীনা বিনিয়োগের তাগিদ

সেমিনারে অংশ নেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ছবি : এনটিভি
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরো বেশি চীনা বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
আজ সোমবার ঢাকায় ডেইলি স্টার আয়োজিত বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সম্পর্কবিষয়ক সেমিনারে এ তাগিদ দেওয়া হয়।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে চীনের বিনিয়োগের পরিমাণটা বেশ বড় হলেও বাংলাদেশে তা সামান্য। তাই অবকাঠামোর পাশাপাশি সম্ভাবনাময় খাতগুলোতে চীনের বিনিয়োগ আকর্ষণ করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মত দেন তাঁরা।
তবে চীনের সঙ্গে বাণিজ্য প্রসারে বাংলাদেশে সুশাসন ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া আসন্ন চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে স্বাক্ষর হতে যাওয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকগুলোতে বাংলাদেশের স্বার্থ যাতে ঠিক থাকে, সে বিষয়ে সরকারকে খেয়াল রাখারও তাগিদ দিয়েছেন বক্তারা।