পণ্যের গুণগত মান উন্নয়নে ব্যবসায়ীদের প্রতি আহ্বান

প্রতিযোগিতার বাজারে পণ্যের গুণগত মান উন্নয়নে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বর্তমান সরকারকে ব্যবসায়ী বান্ধব বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার সকালে চট্টগ্রামে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী।
চিটাগং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সকালে নগরীর হালিশহর আবাহনী মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। মাসব্যাপী এই মেলায় প্রায় ২০০ স্টল থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সংগঠনের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিল্পপতি আলী হুসেন আকবর আলী, সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদসহ ব্যবসায়ী নেতারা।
এ সময় ব্যবস্থাপনা ত্রুটির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য জট কমছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, এর ফলে ব্যবসায়ীরা শুধু ক্ষতিগ্রস্থই হচ্ছেন না সেইসঙ্গে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।