রোজা আসতে বাকি, দাম বেড়েছে নগদে

রমজান শুরু হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা। রমজানকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে ছোলা, ডালসহ বেশকিছু পণ্যের দাম এরই মধ্যে ১০ থেকে ১৫ টাকাবৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে এখনই সরকারকে বাজারে নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা।
সরকারি সূত্রে জানা গেছে, রমজানে ছোলা, ডাল চিনিসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে বাজারে, সেসব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর তাই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাজার নিয়ন্ত্রণের মধ্যেই থাকার আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু শুক্রবার রাজধানীর পাইকারি বাজারে দেখা গেল, এরই মধ্যে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে শুরু করেছেন। আর এই দাম রমজানের মাঝামাঝি পর্যন্ত বাড়বে বলে মন্তব্য করেন তাঁরা।urgentPhoto
রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানালেন, দাম বেড়ে যাবে এই আশঙ্কায় বাসাবাড়ির মানুষ (শহরের লোক) তাড়াতাড়ি কেনে। এই তাড়াতাড়ি কেনার ফলে দাম রমজানের আগেই বেড়ে যায়। আর রোজার মাঝ থেকে আস্তে আস্তে দাম কমতেই থাকবে।
রমজানে দাম বাড়বে তা ধরে নিয়েই একটু আগেভাগে বাজার করতে এসেছেন কেউ কেউ। কিন্তু রমজান শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ বাকি থাকলেও বাড়তি দামেই কিনতে হয়েছে ছোলা ডালসহ রমজানের প্রয়োজনীয় পণ্য।
ক্রেতা চাকরিজীবী সাজ্জাদ রহমান জানালেন, ‘রমজানকে টার্গেট করেই বাজার করেছি। যদি কিছুটা কমে পাওয়া যায়। কিন্তু এরই মধ্যে রমজানের আঁচ লেগে গেছে বাজারে।’
বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারির ওপর গুরুত্বারোপ করেন, সাজ্জাদ বলেন, সরকারের নজরদারি তো অবশ্যই লাগবে। নজরদারি না থাকলে যে যার মতো করে দাম বাড়িয়ে নেবে।
বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও পাইকারি বিক্রেতারা বলছেন, আমদানিকারকদের কাছ থেকে বেশি দামেই এসব পণ্য কিনতে হচ্ছে তাঁদের।