ঋণখেলাপির তালিকা প্রকাশের দাবিতে আল্টিমেটাম
ঋণখেলাপি, লুট ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে আল্টিমেটাম দিয়েছে গণসংহতি আন্দোলন। আগামী ৩০ জুনের মধ্যে তালিকা প্রকাশ করা না হলে বাংলাদেশ ব্যাংকের সমাবেশ ও বিক্ষোভ করবে এই দলটি। আজ মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ ব্যাংক সামনে সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দিয়েছে গণসংহতি আন্দোলন।
এর আগে ব্যাংক লুটেরা, ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকে শেষ পর্যন্ত শাপলাচত্বরের ফুটওভারব্রিজের আগে সমাবেশ করেন দলটির নেতারা।
জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের সব সম্পদ আজ লুট হয়ে যাচ্ছে, ফুকলা হয়ে যাচ্ছে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে। কারা ব্যাংক লুট করছে, ঋণখেণাপি, অর্থপাচারকারীদের নাম আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করতে হবে। তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে।
এখন প্রকৃত রিজার্ভ নেমেছে ১৩ বিলিয়নে ডলারে, আবার যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না, তাদের তালিকা প্রকাশ করতে হবে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ব্যাংক বসে পড়লে আমানতকারী আর টাকা ফেরত পাবেন না। বেতন হবে না কর্মীদের। এ পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন দুর্বল ব্যাংক একীভূত করা হচ্ছে। আবার একই ব্যক্তির হাতে একাধিক ব্যাংক দেওয়া হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপ হবে।