তৈরি চামড়ার পণ্য রপ্তানিতে মিলবে নগদ সহায়তা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/30/caamrraa_0.jpg)
এখন থেকে নিজস্ব কারখানায় তৈরি চামড়াজাত দ্রব্য রপ্তানি করলে নগদ সহায়তা দেবে সরকার। আজ বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুসারে, শতভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া নগদ সহায়তা সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে।