ওয়ার্কশপ সেবায় ভ্যাট ১০ শতাংশ
ওয়ার্কশপ সেবার ওপরে মূল্য সংযোজন কর (মূসব বা ভ্যাট) হার ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের মো. আবদুর রহমান এ সিদ্ধান্ত নিয়েছে। এবিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আজ বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির আলোচনা হয়েছে। আলোচনা শেষে ওয়ার্কশপ সেবার ওপরে ভ্যাটহার ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর চেয়ারম্যান। এদিকে, ওয়ার্কশপ সেবার ওপরে ভ্যাটহার ৫ শতাংশ করার দাবি ছিল বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির নেতাদের।
এর আগে গত ৯ জানুয়ারি ওয়ার্কশপ সেবার ওপর ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। অবশ্য আগে সেবাটির ওপর ভ্যাট ছিল ১০ শতাংশ। নতুন সিদ্ধান্তের ফলে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করলো এনবিআর।