বাংলাদেশ ব্যাংকের সেই ২৫ কর্মকর্তার লকার নেই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/bbnk01.jpg)
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত ২৫ কর্মকর্তার লকার বা সেফ ডিপোজিট খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির সাবেক ও বর্তমান আলোচিত ওইসব কর্মকর্তার নামে রেজিস্ট্রারে লকার সুবিধার কোনো তথ্য নেই।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে লকারের রেজিস্ট্রার খাতা তল্লাশি শেষে এই কথা জানায় বাংলাদেশ ব্যাংক ও দুদক। এর আগে এদিন বেলা সাড় ১২টার দিকে কর্মকর্তাদের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে পৌঁছায় দুদকের আট সদস্যের একটি দল। এই দলের নেতৃত্ব দেন দুদক পরিচালক সায়েমুজ্জামান।
লকারের রেজিস্ট্রার খাতা তল্লাশি শেষে দুদক পরিচালক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক অভিযুক্ত ২৫ কর্মকর্তার কোনো লকার সুবিধা নেই। অভিযোগের ভিত্তিতে আমরা বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের নামে লকার সুবিধা আছে কি না পরীক্ষা করতে এসেছিলাম। ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের লকারের রেজিস্ট্রার পরীক্ষা করে তাদের লকার সুবিধা পাওয়া যায়নি। ব্যাংকটির সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ২৫ কর্মকর্তার লকার সুবিধা আছে কি না সেটি দেখা হয়।
আরও বলেন, দুদকের কাছে অনেক অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে আদালতের নির্দেশক্রমে অন্য কর্মকর্তাদের সুবিধা আছে কি না সেটি দেখা হবে। কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে যত প্রভাবশালী হোক কোনো ছাড় দেওয়া হবে না।
লকার তল্লাশি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আদালতের নির্দেশনাক্রমে দুদকের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের লকারের রেজিস্ট্রার দেখেছিল। রেজিস্ট্রার যাচাই-বাছাই করে অভিযুক্ত ২৫ কর্মকর্তার কোনো লকার সুবিধা পাননি। ফলে আজ কোনো লকার খোলা হয়নি।