সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/saayymaa_oyyaajed_putul.jpg)
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে সূচনা ফাউন্ডেশনের অনুদানে কর সুবিধাও বাতিল করা হয়।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আয়কর আইন ২০২৩ এর ৭৬ ধারা উপ-ধারা (৩) এর প্রদত্ত ক্ষমতাবলে সুবিধা দুটি বাতিল করা হয়। এতে সই করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
সায়মা ওয়াজেদের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব গত নভেম্বরে অবরুদ্ধ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরে গত ২৯ জানুয়ারি ধানমন্ডিতে ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালায় দুদক। অভিযানে সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব পাওয়া যায়নি, এমনটি জানিয়েছে দুদক।