ভেঙে দিল তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ

দেশের বেসরকারি তিনটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো– মেঘনা ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি ব্যাংক।
আজ বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার এই তিন ব্যাংকের নতুন বোর্ড গঠন বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই আলোচিত তিন ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালক অনেকেই অফিসে আসছে না। অফিস কোন কার্যক্রমে অংশগ্রহণ করছে না। এমনটি তাদের কোন খোঁজখবরও কেউ জানে না। এমন অবস্থায় ব্যাংকগুলো কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। একইসঙ্গে গ্রাহকদের আমানত ঝুঁকিতে পড়ছে। এসব বিবেচনায় মেঘনা, এনআরবি কমার্শিয়ালসহ এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।