এনআরবি ব্যাংকের নতুন পর্ষদ

এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাত সদস্যের নতুন পর্ষদ গঠন করে দিয়েছে। এর মধ্যে একজন পরিচালক ও ছয়জন স্বতন্ত্র পরিচালক দিয়ে নতুন এ পর্ষদ গঠন করা হলো। এখন থেকে এ পর্ষদই ব্যাংকটি পরিচালনা করবে।
এবিষয়ে বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি পাঠানো হয়েছে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে। চিঠিতে পর্ষদ বাতিল ও নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ব্যাংকের পরিচালককে। নতুন পর্ষদের প্রথম বৈঠক শিগগিরই অনুষ্ঠিত হবে।
এনআরবি ব্যাংকের নতুন পরিচালক হলেন ইকবাল আহমেদ ওবিই (উদ্যোক্তা শেয়ারহোল্ডার)। আর নতুন স্বতন্ত্র পরিচালকদের মধ্যে রয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মিজানুর রহমান।