হেলথ ইন্স্যুরেন্স ভালভাবে দিতে পারলে মানুষ হুমড়ি খেয়ে পড়বে

বিমা খাতের গভর্নেন্সের জি ও নাই জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, হেলথ ইন্স্যুরেন্স ভালভাবে দিতে পারলে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়বে।
আজ সোমবার (১৭ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় মো. আবদুর রহমান খান এ কথা বলেন।
প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন।
বিমা খাতে সুনামের অভাব আছে জানিয়ে উদাহরণ দিয়ে মো. আবদুর রহমান খান বলেন, অনেক বছর আগে আমার কাছে একজন সাংবাদিক এলেন। তিনি জানালেন একজন বীমা কোম্পানির কর্মকর্তা বাসায় থাকতে পারছেন না। গ্রাহকের পলিসি ম্যাচিউরড হওয়ার পর কোম্পানি টাকা দিচ্ছে না। এই হল ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থান। এটাই সত্য।
উন্নয়ন সহযোগীরা দেশের বিমাকে প্রমোট করতে বলছে। কিন্তু এই সমস্ত কারণে এটা আগায় না বলে জানান তিনি।
আলোচনায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ সংগঠনের পক্ষে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। সংগঠনটি করপোরেট কর হ্রাস করা, স্বাস্থ্যবীমার ওপর কর কর্তন রহিত করা, অনলাইন ভিত্তিক বিমা প্রিমিয়ামের ওপর ভ্যাট ও করপোরেট কর রহিত করার প্রস্তাব জানিয়েছে। বিমা কোম্পানিগুলো উন্নত দেশের মতো হেলথ কার্ডের প্রচলন করতে না পারায় সমালোচনা করে এনবিআর চেয়ারম্যান বলেন, হেলথ ইন্স্যুরেন্স ভালভাবে দিতে পারলে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়বে।