উজমা চৌধুরী মেঘনা ব্যাংকের নতুন চেয়ারম্যান

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন উজমা চৌধুরী। গতকাল রোববার (১৬ মার্চ) মেঘনা ব্যাংকের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উজমা চৌধুরী যুক্তরাষ্ট্রের টেক্সাসের নিবন্ধিত সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)। উজমা চৌধুরী ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাস থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম শিল্পে সাত বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া তিনি আমেরিকান উইমেন্স সোসাইটি ফর সিপিএর হিউস্টন চ্যাপ্টারের সেক্রেটারি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।
গত ১২ মার্চ মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে সাত সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়। এর মধ্যে দুই পরিচালক ও পাঁচ স্বতন্ত্র পরিচালক দিয়ে নতুন এ পর্ষদ গঠন করা হয়।