রানার অটোমোবাইলস নিয়ে এলো ‘ইয়াদিয়া’র ইলেকট্রিক স্কুটার

দেশের মোটরসাইকেল খাতের পথপ্রদর্শক রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো পরিবেশ বান্ধব ও বিশ্বের ১ নম্বর ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘ইয়াদিয়া’। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) আজ রোববার (২৫ মে) বেশ কয়েকটি মডেলের স্কুটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় রাইডারদের কাছে জনপ্রিয় ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি সহ আরও আধুনিক ও আকর্ষণীয় নতুন দুটি ইলেকট্রিক স্কুটার মডেল জিটি-সিক্সটি ও ইএইটএস-টু হান্ড্রেড-এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিল বিভিন্ন আয়োজন। আগত অতিথি ও সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রানার গ্ৰুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্ৰুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্ৰুপ এমডি নজরুল মু.ইস., চিফ বিজনেস অফিসার আবু হানিফ ও ইয়াদিয়া জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসির কর্মকর্তারা।