জুলাই থেকে অনলাইন রিটার্ন শতভাগ আবশ্যিক করা হবে : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী পয়লা জুলাই থেকে অনলাইন রিটার্ন শতভাগ আবশ্যিক করে চালু হয়ে যাবে। এখন প্রতিদিন তিন হাজার, সাড়ে তিন হাজার করে রিটার্ন জমা পড়ছে। এখন যেসব নতুন করদাতারা রেজিস্ট্রেশন নিচ্ছে। তারা রিটার্ন দিচ্ছে, তাদের জন্য তো কোনো জরিমানা নেই।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। আলোচনায় অংশ নেয় রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আমরা আগে পলিসিকে খুব অ্যাগ্রেসিভলি ব্যবহার করেছি জানিয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের ওপর কর আরোহণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হতো, এটা আমরা ধরে নিয়েছিলাম যে টেবিলে বসেই সব পেয়ে যাব। এনবিআরের কর্মকর্তারা এসব কাজ করে দেবেন। এনবিআরের কোনো অপারেশনাল কাজ করা লাগবে না।
যারা রিটার্ন সাবমিশন করেছেন তার দুই-তৃতীয়াংশই কর দেয় না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনের ১৫ লাখের রিটার্নের মধ্যেই ১০ লাখই শূন্য রিটার্ন। কাগজে রিটার্নেও একই চিত্র। ২০১৪ সালে টিআইএনধারীর সংখ্যা ছিল ১৫ লাখের নিচে। এখন সেটা এক কোটি ১৪ লাখ পার হয়েছে। তার মানে ১০ বছরে এক কোটি টিআইএনধারী বেড়েছে। রিটার্ন না দিলে কোনো সমস্যা হয় না। কোনো জবাবদিহি নেই, কোনো নোটিশ নেই, কোনো অ্যাসেসমেন্ট নেই। আমি কমিশনারদের বলি আপনারা নোটিশ করছেন না কেন। আমার তো এখন উল্টো জিজ্ঞেস করতে ইচ্ছা করে যারা রিটার্ন দেন, তারা কেন দেন? রিটার্ন না দিলে যেহেতু কোনো অসুবিধা নেই, রিটার্ন দেন ৪৫ লাখ, আর দেন না ৯০ লাখ। তাহলে রিটার্ন যারা দেন তারা কেন দেন? এটা বড় প্রশ্ন।