দেশে মোট রিজার্ভ ২৭.৩৫ বিলিয়ন ডলার

দেশে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাণ। এখন দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দাঁড়িয়েছে ২১ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। রোববার (৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আইএমএফের হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম-৬ হিসেবে দুই হাজার ১৯৭ কোটি ২১ লাখ ৬০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ প্রায় এক হাজার ৭০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ দুই হাজার ৭৩৫ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার।
অপরদিক গত ৩০ এপ্রিল আইএমএফ হিসাব অনুযায়ী, দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ২০৪ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৭৪১ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার। গত ২৭ এপ্রিল দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ১৪২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৭৮ কোটি ৯২ লাখ ১০ হাজার ডলার।
এর আগে, ২০ এপ্রিল দেশে রিজার্ভ ছিল বিপিএম-৬ হিসেবে দুই হাজার ১৩৪ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৭০ কোটি ২৪ লাখ ২০ হাজার ডলার। গত ১৫ এপ্রিল বিপিএম-৬ হিসেবে রিজার্ভ ছিল দুই হাজার ১১৭ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৬৫১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ডলার।