সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
কয়েকদিন ধরেই বাজারে সবজির দাম বাড়ছে। সেসঙ্গে নতুনভাবে মাছের দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে অস্বস্থি দেখা দিয়েছে।
আজ শুক্রবার (৯ মে) রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
বাজারে দেখা গেছে, প্রতি কেজি টমেটো ৫০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, শিম ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ১০০ টাকা, শসা হাইব্রিড ৫০, দেশি ১০০ টাকা, করলা ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, পেঁপে ৮০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, সজনে ১২০-১৪০ টাকা, পটল হাইব্রিড ৬০, দেশি ১২০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১২০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৭০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা, হালি লেবু বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
এ ছাড়া প্রতি কেজি ক্রস পেঁয়াজ (বাহিরের বিজ) ৫৫-৬০ টাকা। ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকা এবং বড় আকারের পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এ ছাড়া আজ সাদা ও লাল আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। বগুড়ার আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, চায়না আদা ১৮০ থেকে ২০০ টাকা, ভারতীয় আদা ১২০ দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা কেজি দরে। এ ছাড়া ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৬৫-১৭৫ টাকা, কক মুরগি ২৩৫-২৫০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা, দেশি মুরগি ৬৩০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।
মাছের বাজারে দেখা গেছে, ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০-২৬০০ টাকায়। এছা ড়া অন্যান্য মাছে মধ্যে রুই ৩৫০-৬০০ টাকা, কাতল ৪০০-৮০০ টাকা, বেলে ৮০০-১২০০ টাকা, কালিবাউশ ৫০০-৭০০ টাকা, চিংড়ি ৯০০-১৬০০ টাকা, কাঁচকি ৪৬০ টাকা, কৈ মাছ (চাষের) ২৫০-৩০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, শিং ৪০০-১২০০ টাকা, টেংরা ৮০০-১০০০ টাকা, বোয়াল ৮০০-১০০০ টাকা, শোল ৭০০-১০০০ টাকা, টাকা, চিতল ৭০০-১০০০ টাকা, সরপুঁটি (চাষের) ২৬০-৫০০ টাকা, কাজলী ১৩০০-১৬০০ টাকা, বাতাসী ১ হাজার ২০০-১৬০০ টাকা, রূপচাঁদা মাছ ১০০০-১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে।