এনবিআরে কলম বিরতি সাময়িক স্থগিত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল দাবিতে সারাদেশে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে কলম বিরতির পঞ্চমদিনের সংবাদ সম্মেলনে স্থগিতের এই ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছে মঙ্গলবার (২০ মে) বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। তারা বলেন, এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা আলোচনায় করতে রাজি। তাই আলোচনা শেষ হওয়া পর্যন্ত কলম বিরতি কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।
অর্থ উপদেষ্টাসহ একাধিক উপদেষ্টা আলোচনা থাকবেন জানিয়ে নেতারা বলেন, মঙ্গলবার ঐক্য পরিষদের প্রায় ১২ জনের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে যাবে। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে অনড় থাকবে। তবে আলোচনা ব্যর্থ হলে নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উপকমিশনার ইমাম গাজ্জালী বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আমরা আলোচনার প্রস্তাব পেয়েছি। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানে অর্থ উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টা আলোচনায় অংশ নেওয়ার কথা শুনেছি। আমাদের পক্ষ থেকে প্রায় ১২ জনের একটি প্রতিনিধিদল আলোচনায় থাকবে। কারা থাকবে, নাম এখনও ঠিক হয়নি।