এনবিআরকে দুই বিভাগ করা নিয়ে ভুল-বোঝাবুঝি দূর হয়েছে : অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই বিভাগ করা নিয়ে ভুল-বোঝাবুঝি দূর হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এনবিআরকে যেভাবে দুই বিভাগে ভাগ করা হয়েছে, সেই রকমই থাকবে। দুই বিভাগ নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি দূর হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা এনবিআরের কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এনবিআরের এক কর্মকর্তা জানান, এ বিষয়ে এনবিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হবে।
উল্লেখ্য, গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে দুই ভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়। কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে অভিযোগ তোলেন এনবিআরের কর্মকর্তারা। তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই অভিযোগে এনবিআরের কর্মকর্তারা কলম বিরতি করে আসছেন গত পাঁচদিন ধরে। যদিও প্রধান উপদেষ্টার নির্দেশনায় সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ায় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি সাময়িক স্থগিত করে আজ। গতকাল সোমবার (১৯ মে) বিকেলে কলম বিরতির পঞ্চমদিনের সংবাদ সম্মেলনে স্থগিতের এই ঘোষণা দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ জানায়, আলোচনা ব্যর্থ হলে নতুন কর্মসূচি ঘোষণা হবে।