এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে যমুনায় স্মারকলিপি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। স্মারকলিপিতে এনবিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ এনেছে এই পরিষদ।
আজ বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান পরিষদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। ঐক্য পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন কর পরিদর্শক মুতাসিম বিল্লাহ, রাজস্ব কর্মকর্তা মো. শফিউল বসর, উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম কুশল, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা ও অতিরিক্ত কমিশনার (কাস্টমস) হাছান মুহম্মদ তারেক।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ছাড়া অন্য দাবিগুলো হলো- রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং সব অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।
স্মারকলিপিতে তাদের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, রাজস্ব বোর্ড বিলুপ্তি করার অধ্যাদেশ বাতিল করা নিয়ে গত এক সপ্তাহ ধরে আন্দোলন ও কলমবিরতি চালিয়ে যাচ্ছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গত মঙ্গলবার এ নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআরের কর্মকর্তাদের বৈঠক হয়। যদিও ওইদিন রাতেই তারা জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়নি। পরের দিন বুধবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের বিরুদ্ধে অসহযোগিতা, নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে আড়াল করার অভিযোগ আনা হয়।