আজ রাতে এনটিভির ‘কেমন বাজেট চাই’

দেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) রাত ৮টায় শুরু হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে ১৬তম বারের মতো এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করছে। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
গত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে বাজেট নিয়ে এনটিভির এই আলোচিত অনুষ্ঠানটি।
বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের এই যৌথ আয়োজন।
এ অনুষ্ঠানে আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সম্পর্কে উঠে আসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরবেন তাদের বাজেট ভাবনা ।
এবারের অনুষ্ঠানের প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), এফবিসিসিআইর মো. হাফিজুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
এ ছাড়া ফ্লোর গেস্ট হিসেবে থাকবেন বিআইবিএমের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. তৌফিক আহমেদ চৌধুরী, বিআইআইএসএসের গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, আইবিএফবির সহ-সভাপতি অর্থনীতিবিদ এম এস সিদ্দিকী, সিপিডির সিনিয়র গবেষণা পরিচালক অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান, জ্বালানি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ তৌফিকুল ইসলাম খান, জ্বালানি বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ড. বদরুল ইমাম, এনবিআর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ।
ব্যবসায়ী ও শিল্প সংগঠনের নেতাদের মধ্যে থাকবেন ডিবিএ'র সাবেক সভাপতি আবদুর রশিদ লালী, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মহাসচিব আল মামুন মৃধা, বেসিস সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি সভাপতি সৈয়দ বশির উদ্দিন, অ্যামটব সাবেক সভাপতি নুরুল কবির, রিহ্যাব সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন- বিটিএ সভাপতি শাহীন আহমেদ, ওয়ান ফার্মা ব্যবস্থাপনা পরিচালক কে এস মুস্তফিজুর রহমান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সভাপতি ইমরান হাসান, নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, নারী উদ্যোক্তা তামান্না ফারুক, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম ও এফআইসিসিআই নির্বাহী পরিচালক নুরুল কবির।
বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি এই অনুষ্ঠানে আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হবে।
এবারের ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এনটিভির চট্টগ্রাম ও রংপুর স্টুডিও থেকেও অতিথিরা সরাসরি ভার্চুয়ালি যুক্ত হবেন।