গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ ছাড়া এগোনো সম্ভব নয় : মির্জা ফাইয়াজ

দৃঢ় ও গতিশীল নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে অ্যাপ্যারেলস ভিলেজ লিমিটেডের (এভিএল) পরিচালক এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থী (ব্যালট ৫৫) মির্জা ফাইয়াজ হোসেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি কথা বলেছেন উদ্ভাবন, মূল্য সংযোজন ও গতানুগতিক বাজারের ওপর নির্ভরশীলতা থেকে মুক্তির উপায় নিয়ে।
২০০৮ সালে মির্জা ফাইয়াজ হোসেন যখন ব্যবসায় যোগ দেন, তখন কোম্পানি একটি বড় আন্তর্জাতিক ক্রেতাকে হারিয়ে সমস্যায় পড়ে। কিন্তু তার নেতৃত্বে কোম্পানিটি সেই খারাপ সময় কাটিয়ে ওঠে, ফ্যাক্টরি সম্পর্কিত আরও অনেক সমস্যা সমাধান হয়। তার নেতৃত্বে কারখানার উৎপাদন ক্ষমতা ৫ লাইন থেকে বেড়ে ৪০ লাইনে পৌঁছায়, যা ৮ গুণ বৃদ্ধি পায়। একই সময়ে ফ্যাক্টরির টার্নওভার সাড়ে সাত গুণের বেশি বেড়ে যায়। এই পুরো সময়ে কখনও কোনো মাসে বেতন দিতে দেরি হয়নি বা কোনো কর্মী ছাঁটাই করা হয়নি। এমনকি করোনাকালেও তার কোম্পানির কোনো অর্ডার বাতিল হয়নি এবং কোনো কর্মী চাকরি হারায়নি। পুরোপুরি ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে সব কার্যক্রম চালু রাখা হয়েছে।
বিজিএমইএ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফাইয়াজ হোসেন তার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। ফাইয়াজ বলেন, সংকট না এলে সংস্কারের দরকার নেই- এই রকম চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সংকটের আগে থেকেই প্রশ্ন করতে হবে, বিশ্লেষণ করতে হবে, আর আগেভাগেই সমাধান নিয়ে প্রস্তুত থাকতে হবে।
মির্জা ফাইয়াজ হোসেন বিজিএমইএর অধীনে গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি পৃথক সরকারি তহবিল গঠনের আহ্বান জানান। এই তহবিল থেকে ফ্যাক্টরিগুলো যেন উন্নত মানের পণ্য তৈরি করতে পারে। যাতে নতুন আন্তর্জাতিক বাজার তৈরি হয় এবং বাংলাদেশের পণ্যের সুনাম বাড়ে। তার মতে, বাংলাদেশের উচিত তুলাভিত্তিক কাঁচামালের ওপর নির্ভরতা কমানো এবং ইউরোপ ও আমেরিকার প্রচলিত বাজারের ওপর নির্ভর না করে নতুন বাজার খুঁজতে হবে।
জাতীয় জ্বালানি নীতিতে বিজিএমইএর সক্রিয় ভূমিকা থাকা উচিত বলে মনে করেন ফাইয়াজ। বিশেষ করে রপ্তানিমুখী ফ্যাক্টরিগুলোর জন্য সংকটের সময়েও গ্যাস ও ইউটিলিটি সুবিধা নিশ্চিত রাখতে হবে বলে তিনি জোর দিয়ে বলেন।
অ্যাপ্যারেলস ভিলেজ লিমিটেড (এভিএল) ইতালির বিখ্যাত ব্র্যান্ড ওভিএস থেকে ২০২০ সালে “টপ সাসটেইনেবল সাপ্লায়ার” সম্মাননা পেয়েছেন। এই অর্জনের পেছনে নতুন উদ্ভাবন এবং কোম্পানির স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান ফাইয়াজ।
ফাইয়াজ আরও বলেন, আমি চাই আমাদের ফ্যাক্টরিগুলো শুধু আকারে নয়, কল্পনায়ও বড় হোক। তাই আমাদের এমন একটি বিজিএমইএ দরকার, যারা শুধু অবকাঠামোতে নয়, চিন্তাভাবনাতেও বিনিয়োগ করবে।