কমেছে জিডিপি, বেড়েছে মাথাপিছু আয়

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমলেও বেড়েছে মাথাপিছু আয়। বিবিএসের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশে, যা আগের অর্থবছর ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪ দশমিক ২২ শতাংশ।
আজ মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই প্রাথমিক হিসাবের প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এর আগের অর্থবছর ২০২২-২৩ সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। জিডিপি (সামগ্রিক দেশজ উৎপাদন) মানে হলো নির্দিষ্ট সময়ে দেশের ভেতরে উৎপাদিত সব পণ্য ও সেবার চূড়ান্ত মূল্য।
বিবিএস জানায়, দেশের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আগের অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ৮২ ডলার আয় বেড়েছে।
এর আগে ২০২১-২২ অর্থবছরে দেশের সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৯৩ ডলার। তবে ডলার বিনিময় হার বেড়ে যাওয়ায় পরবর্তী দুই অর্থবছরে এই আয় কমে যায়। এরপর ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৪৯ ডলারে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় আরও কমে হয় দুই হাজার ৭৩৮ ডলার।
মূলত ডলার বিনিময় হার বৃদ্ধির কারণে বিবিএসের গণনায় মাথাপিছু আয়ের হিসাবে পার্থক্য দেখা যায়। চলতি অর্থবছরে প্রতি ডলারের গড় বিনিময় হার আনুমানিক ধরা হয়েছে ১২০ দশমিক ২৯ টাকা, যেখানে আগের অর্থবছরে এই হার ছিল ১১১ দশমিক ০৬ টাকা।
এই অর্থবছরে টাকার হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে তিন লাখ ৩৯ হাজার ২২১ টাকা, যা গত অর্থবছরের তিন লাখ চার হাজার ১০২ টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
মাথাপিছু আয় যেভাবে গণনা করা হয়
মাথাপিছু আয় বলতে কোনো ব্যক্তি এককভাবে যত টাকা আয় করছেন তা নয়। এটি হলো দেশের মোট জাতীয় আয়কে (দেশীয় আয়+প্রবাসী আয়) জনসংখ্যা দিয়ে ভাগ করে যে গড় আয় পাওয়া যায়, সেটিই মাথাপিছু আয় হিসেবে ধরা হয়।