একীভূতকরণে সমর্থন গ্লোবাল ইসলামী ব্যাংকের

দুর্বল পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত ব্রিজ ব্যাংকের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. কবির আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক।
বৈঠক শেষে মোহাম্মদ নূরুল আমিন বলেন, গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ স্থিতি ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলম গ্রুপের ঋণ নিয়েছে ১২ হাজার কোটি টাকা। এখন যা খেলাপি ঋণ হিসেবে আছে। অবশ্য এই ঋণের বিপরীতে জামানত রয়েছে ২৫ শতাংশের কম।
এর আগে আরও দুই ব্যাংকের কর্তৃপক্ষ একীভূত হতে নিজেদের সমর্থন জানিয়েছে। ব্যাংকগুলো হলো- ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই দুই ব্যাংক থেকে এস আলম গ্রুপ প্রায় ৬৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। যার পুরোটাই এখন খেলাপি ঋণ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৮৬ হাজার কোটি টাকার বেশি। এমন পরিস্থিতি সামাল দিতে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের অনুমোদন পেলে সরকারি প্রতিষ্ঠানগুলো এই তহবিলে অর্থায়ন করবে।